Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাচ্যের রানী হিসেবেই চট্টগ্রাম সাজানো হবে -মেয়র নাছির

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : প্রাচ্যের রাণী চট্টগ্রামকে রাণীর সাজে সাজিয়ে দেয়া হবে জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ এ ধরনের শহর পৃথিবীতে বিরল। ইতিমধ্যে জামাল খান ওয়ার্ডকে পরিবেশ সম্মত, সুদৃশ্য, দৃষ্টিনন্দন ওয়ার্ডে উন্নিত করা হয়েছে। একইভাবে উত্তর কাট্টলী ওয়ার্ডের ফুটপাত, গোলচত্বর সাজানো হবে। এছাড়াও নগরীর মোড়ে মোড়ে নান্দনিক আধুনিক সুবিধা সম্বলিত যাত্রী ছাউনি নির্মাণ করা হবে। যানজট মুক্ত পরিবেশ বান্ধব, বিশ্বমানের বন্দর নগরী চট্টগ্রাম গড়ে উঠবে। তিনি তার এ ভিশন বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। মেয়র বলেন, নগরবাসী এক নির্মল ও দৃষ্টি নন্দন বিনোদন কেন্দ্রের সন্ধান পাবে। বদলে যাবে চট্টগ্রাম শহরের পরিবেশ। দরকার শুধু সদিচ্ছা। সদিচ্ছা থাকলে অসম্ভবকে জয় করা সম্ভব।
তিনি গতকাল (শুক্রবার) সন্ধায় নগরীর উত্তর কাট্টলীর সিটি গেইট এলাকায় ফুটপাতে সৌন্দর্য বর্ধন কার্যক্রমের ফলক উম্মোচন করে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র ও ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর নিছার উদ্দিন আহমদ মঞ্জু। এতে বিশেষ অতিথি ছিলেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী ফরিদ। বক্তব্য রাখেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফ হোসেন, সহ সভাপতি লোকমান আলী, আকবর শাহ থানা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মো. নুর উদ্দিন চৌধুরী, উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. ইকবাল চৌধুরী, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ