বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দশমিনা(পটুয়াখালী)সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের সাবরেজিস্ট্রার্ড অফিসের পেছনের ডোবা থেকে হালিমা খাতুন (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে হালিমাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের নলখোলা সাব রেজিস্ট্রার্ড অফিসের পেছনের ডোবায় দশমিনা সদরের হানিফ সরদারের মেয়ে হালিমার (১৫) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ থানায় খবর দেয়। পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করেছেন। দশমিনা থানার ওসি (তদন্ত) ইউনুস আলী জানান,কিশোরীর শরীরের উপরে পোশাক থাকলেও নি¤œাংশে পোশাক ছিল না। হালিমার পড়নের স্যালোয়ার সাবরেজিস্ট্রার্ড অফিসের পাশের একটি র্নিমানাধীন ভবনের দোতলা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারনা করছে হালিমাকে ধর্ষণ শেষে র্নিমানাধীন ভবনের ছাদ থেকে নিচের ডোবায় ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। হালিমার চাচা চন্দন সরদার জানান, হালিমা অপ্রকৃতস্থ ছিল। সে প্রায়ই বাড়ি থেকে কাউকে কিছু না বলে অন্যত্র চলে যেত। হালিমার চাচা চন্দন সরদার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দশমিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। দশমিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন কৃষ্ণ রায় চেীধুরী জানান, অধিকতর গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে। দ্রæত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।