Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতি পেলেন সিলেটের তাহমিদ

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


সিলেট অফিস : অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন সিলেটের তাহমিদুল ইসলাম। সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপারে পদোন্নতি লাভ করলেন তিনি। ২৯তম বিসিএসের তাহমিদুল ইসলাম গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজারে। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ১৫৫ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পদোন্নতি দেয়া অতিরিক্ত পুলিশ সুপার পদে। সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন হলেন তাহমিদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স করা মেধাবী ছাত্র তাহমিদ ২৮ তম বিসিএসেও সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীতে কিছুদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাহমিদুল ইসলাম অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা মৃত মমিনুল ইসলাম ও রাবেয়া বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে দ্বিতীয়। বর্তমানে তিনি ঢাকা গুলশানে পুলিশের ডিপ্লোম্যাটিক জোনে কর্মরত আছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ