Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে বাণিজ্যমেলা করবে ভিয়েতনাম

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান কাহোয়া বলেছেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৪৫বছর পূর্তি উপলক্ষ্যে ভিয়নাম সরকার এ বছরের শেষের দিকে বাংলাদেশে একটি বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি আবুল কাসেম খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান কাহোয়া গত বৃহস্পতিবার ডিসিসিআইতে সাক্ষাতকালে এ কথা বলেন। ডিসিসিআই’র পরিচালনা পরিষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান কাহোয়া বলেন, দুদেশের উদ্যোক্তাদের সম্পর্ক আরো সুদৃঢ়করণের ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণের বিষয়টি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। তিনি জানান, ২০১৭ সালে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৯০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা পূর্ববর্তী বছরের চেয়ে প্রায় দ্বিগুন। ভিয়েতনামের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৪৫বছর পূর্তি উপলক্ষ্যে ভিয়নাম সরকার এ বছরের শেষের দিকে বাংলাদেশে একটি বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে অবকাঠামো উন্নয়নের উপর জোরারোপ করেন, বিশেষকরে সমুদ্র ও স্থলবন্দর সমূহের অবকাঠামো ও সুযোগ-সুবিধা দ্রæততার সাথে সম্পন্নের প্রস্তাব করেন। তিনি অভিমত পোষণ করেন যে, বাংলাদেশের আমদানি শুল্ক হার তুলনামূলকভাবে বেশি, যা কমানো সম্ভব হলে বাংলাদেশের রপ্তানী আরো বৃদ্ধিও সুযোগ তৈরি হবে। ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান ভিয়েতনামের রাষ্ট্রদূত কে ঢাকা চেম্বারে আসার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ভিয়েতনামের অর্থনীতি ক্রমশ উন্নতির পথে রয়েছে, যা বাংলাদেশের জন্য একটি প্রকৃষ্ট উদাহরণ। তিনি দুদেশের অর্থনীতির বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ও ভিয়েতনামের উদ্যোক্তাদের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় করার উপর জোরারোপ করেন এবং চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে ঢাকা চেম্বার হতে ভিয়েতনামে একটি বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণের প্রস্তাব করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ