প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতব্যাপী ব্যাপক বিতর্ক সৃষ্টির পর অবশেষে নির্ধারিত হয়েছে জানুয়ারির শেষ সপ্তাহে ‘পদ্মাবত’ নামে প্রতীক্ষিত ‘পদ্মাবতী’ চলচ্চিত্রটি মুক্তি পাবে। নির্ধারণ করা হয়েছিল ২৫ জানুয়ারি সঞ্জয় লিলা ভানসালির এপিক ফিল্মটি মুক্তি পাবে। কিন্তু সম্ভবত অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডম্যান’ ফিল্মটির সঙ্গে সংঘর্ষ এড়াবার জন্য একদিন আগেই ফিল্মটির প্রদর্শন শুরু হবে।
ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) প্রাথমিকভাবে ফিল্মটিকে অনুমোদন দেয়নি। এতে একটি উপকার হয়েছে- ‘টাইগার জিন্দা হ্যায়’-এর সঙ্গে সংঘর্ষ এড়ানো গেছে আর সালমান খানের ফিল্মটিও অনায়াসে সাফল্য পেয়েছে।
এবার সাফল্য কিছুটা বাড়াবার জন্য ২৫ জানুয়ারির বদলে ‘পদ্মাবত’ আগের দিন মুক্তি পাবে। এটি অবশ্য পুরো দিন নয় বরং রাত সাড়ে নয়টায় (ভারতীয় সময়) একটি পেইড প্রিভিউর মাধ্যমে যাত্রা শুরু করবে। জানা গেছে ২৪ জানুয়ারি ‘পদ্মাবত’ ফিল্মটির একটি মাত্র প্রদর্শন হবে এবং তা হবে সারা ভারতব্যাপী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।