বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : রাজধানীতে এখন বড় কোনো ছিনতাই চক্র নেই। পুলিশের তৎপরতায় ছিনতাই অনেকটা কমে এসেছে। কিছু ঘটনা যেগুলো ঘটে তা বিচ্ছিন্ন ঘটনা। বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকাসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের যুগ্ম কমিশনার আব্দুর বাতেন এ সব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বুধবার দিনগত রাতে ওইদুই এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গতবছরের ৬ ডিসেম্বর দুপুরে ঢাকা ব্যাংকের উত্তরা জসিম উদ্দিন রোড শাখা থেকে ৪০ লাখ টাকা তুলে কোম্পানিতে যাওয়ার পথে হিসাবরক্ষক ও চালককে মারধর করে তা ছিনিয়ে নিয়ে যায় একটি চক্র। পরে এ ঘটনায় মামলার প্রেক্ষিতে ঘটনাস্থলে থাকা ডিএমপির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে তিনি জানান। যুগ্ম কমিশনার বলেন, গ্রেফতাররা পেশাদার ছিনতাইকারী। এর আগেও তারা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। এই চক্রের আরও কয়েকজন সদস্য পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। ছিনতাই করা বাকি টাকাও উদ্ধার করা সম্ভব হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।