Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগারগাঁওয়ে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের আশপাশের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিয়র রহমানের নেতৃত্বে শুরু এ অভিযান চলে বেলা ২টা পর্যন্ত। অভিযানে নির্বাচন কমিশনের সামনে থেকে আইডিবি ভবন পর্যন্ত সড়কের দুপাশের কাঁচাপাকা স্থাপনা ভেঙে দেওয়া হয়। অভিযান চলার সময় অনেককে তাদের দোকান এবং অস্থায়ী ঝুপড়িঘর থেকে মালামাল সরিয়ে নিতে দেখা যায়।
আগারগাঁওয়ের এ এলাকায় প্রায় পাঁচশর বেশি এরকম অবৈধ স্থাপনা রয়েছে জানিয়ে ম্যাজিস্ট্রেট অজিয়র রহমান বলেন, অভিযানে প্রায় আড়াইশর মতো স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবগুলোই উচ্ছেদ হবে। রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখতে এ অভিযান চালানো হলেও নির্বাচন কমিশন থেকেও এসব স্থাপনা উচ্ছেদের তাগিদ ছিল বলে জানান তিনি। ম্যাজিস্ট্রেট অজিয়র বলেন, সামনে জাতীয় নির্বাচন রয়েছে। নির্বাচনকে সামনে রেখে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন কমিশনে যাতায়াত করবেন। এছাড়া নির্বাচনের কমিশনের সামনে যেসব স্থাপনা উঠেছে, সেগুলো উচ্ছেদ করতেও কমিশন থেকে আমাদের কাছে অনুরোধ জানানো হয়েছিল। সেজন্যও আমরা অভিযান শুরু করেছি।
অজিউর রহমান বলেন, আগে ফুটপাত পরিস্কার করছি, এরপর ভেতরেও যাবো। অনেক সময় উচ্ছেদের পর ২০ শতাংশের মতো ফিরে আসে। আশাকরি ২০ শতাংশও এক সময় আর থাকবে না। এখন পর্যন্ত দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যতদিন জনগণের চলাচল নির্বিঘœ না হয়, ততোদিন এ কার্যক্রম চলতে থাকবে বলেও জানান তিনি। প্রায় একমাস আগে এ এলাকায় একই কার্যক্রম চালানো হয়েছিলো। কিন্তু আবার দোকানসহ অন্যান্য স্থাপনা গড়ে ওঠায় এ কার্যক্রম চালায় সিটি কর্পোরেশন।
তবে এলাকাটিতে কেবল ফুটপাতের অবৈধ স্থাপনায় চলাচলে প্রধান সমস্যা নয়। এলাকায় প্রায় সব রাস্তাকেই অলিখিত পার্কিং বানিয়ে রাখা হয়েছে। উচ্ছেদ অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট অজিউর রহমান গাড়ি চালকদের ডেকে নিয়ে অবৈধভারে গাড়ি পার্কিং করতে নিষেধ করেন। একইসঙ্গে ভবিষ্যতে এমন হলে গাড়ি জব্দ করার হুঁশিয়ারি দেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ