Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফল পরিবর্তনের জন্য আবেদন করেছে ৮০ হাজার শিক্ষার্থী

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রকাশিত ফল পরিবর্তনের জন্য আবেদন করেছে ৮০ হাজার শিক্ষার্থী। গত মাস প্রকাশিত পরীক্ষার ফলে সন্তুষ্ট না হয়ে শিক্ষার্থীরা এই আবেদন করে। এদের মধ্যে কেউ প্রাপ্ত ফল বাড়ানো, অনেকেই ফেল থেকে পাস করার জন্য আবদেন করেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) কর্মকর্তার জানান, চলতি বছর প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে এ পুর্ননিরীক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগে থানা শিক্ষা অফিসার বরাবর এ আবেদন করতো শিক্ষার্থী ও অভিভাবকরা। চলতি বছর টেলিটক মোবাইলের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এ আবেদনে উদ্যোগ নেয়া হয়েছে। তবে খাতা পুর্ননিরীক্ষণ আগের মতোই জেলা ও উপজেলা শিক্ষা অফিসারে সহায়তা নিবো ডিপিই।
ডিপিই সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী অনুজ কুমার রায় বলেন, চলতি বছর কেন্দ্রীয়ভাবে এ পুর্ননিরীক্ষণের উদ্যোগ নিয়েছি। ফল প্রকাশের পরবর্তীতে নানা ধরনের অনিয়মের বিষয়টি মাথায় রেখেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ফল প্রকাশের পরের দিন থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থী টেলিটক মোবাইলে মাধ্যমে ৭৯ হাজার ৭০৯ জন শিক্ষার্থী ফল পরিবর্তনের জন্য আবেদন করেছেন। ২০দিন পর এ পুর্ননিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে জানান তিনি। তবে কোন বিষয়ে সবচেয়ে বেশি আবেদন পড়েছে তা গতকাল পর্যন্ত জানা সম্ভব হয়নি। গত ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে এ আবেদন করেন শিক্ষার্থীরা। এর আগে ৩০ ডিসেম্বর ২০১৭ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৬২ হাজার ৬০৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ