বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লালমোহন (ভোলা) উপজেলা সংবাদদাতা : ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ২০১৮ সালের উন্নয়ন মেলায় সেরা উন্নয়ন ও সেরা তথ্য উপস্থাপনকারী হিসেবে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে লালমোহন উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শামছূল আরিফ ও সদস্য সচিব উপজেলা প্রকৌশলী মোঃ ফোরকান সিকদার। চলতি বছরের ১১ থেকে ১৩ জানুয়ারী এ মেলা অনুষ্ঠিত হয়। উন্নয়ন মেলার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
মেলায় বিভিন্ন দপ্তরের মোট ৭০ টি স্টল পরিদর্শন করেন এম পি শাওন ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। এলজিইডির স্টল পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী মোঃ ফোরকান সিকদার ও উপ সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ২৫ পৃষ্ঠার রাস্তা, স্কুল, কলেজ, ব্রিজ, কালর্ভাট, হাট-বাজার উন্নয়ন, লাঙ্গল খালী ব্রিজ, মুক্তিযোদ্ধা ভবন, ৫ তলা বিশিষ্ট নতুন উপজেলা পরিষদ ভবনসহ বিভিন্ন উন্নয়নের তথ্য চিত্র, ব্যানার, ফেস্টুন, বিভিন্ন উন্নয়নের ওয়ালচিত্রের কপি তাদের হাতে তুলে ধরেন। এসব তথ্য উপস্থাপন করায় সকলে সন্তোষ প্রকাশ করেন। গত বছরের প্রথম স্থানের ধারাবাহিতায় এ বছরও মেলার শেষ্ঠস্থান অর্জন করলো লালমোহন এলজিইডি।
মেলার সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানকালে উপজেলা প্রকৌশলী মোঃ ফোরকান সিকদার তার দপ্তর শ্রেষ্ঠস্থান অর্জনের প্রতিক্রিয়ায় বলেন, মানুষ যখন কোন ভাল কাজের মূল্যায়ন পায় তখন তার কাজ করার উৎসাহ বৃদ্ধি পায়। এ অর্জন আমাদের উন্নয়ন কাজকে আরো তরান্বিত করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।