বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : অস্বাভাবিক দাম বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের। গতকাল বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
তথ্য পর্যালোচনা দেখা যায়, গত ১০ জানুয়ারি থেকে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দাম টানা বাড়ছে। ১০ জানুয়ারি প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১৪ টাকা ১০ পয়সা, যা টানা বেড়ে ১৭ জানুয়ারি ১৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। এরই প্রেক্ষিতে কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। নোটিসের জবাবে কোম্পানি কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের সতর্ক করা হয়। এরপরও কোম্পানিটির শেয়ার দাম বাড়া অব্যহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।