Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

নাইন্টিন টোয়েন্টিওয়ান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বলিউড শীর্ষ পাঁচ
১. টাইগার জিন্দা হ্যায় ২. নাইন্টিন টোয়েন্টিওয়ান
৩. মুক্কাবাজ ৪. কালাকান্ডি ৫. ফুকরে রিটার্নস
আয়ুষ আস্থানার (করণ কুন্দ্র) অতুলনীয় সঙ্গীত প্রতিভা। তার বাবার বস মি. ওয়াদিয়া (বিμম ভাট) তার গান শুনে মুগ্ধ হয়ে তাকে এক শর্তে যুক্তরাজ্যের ইয়র্ক কলেজ অফ মিউজিকে সুযোগ করে দেয়ার প্রস্তাব দেয়। শর্ত কঠিন নয়, মি. ওয়াদিয়ার ইয়র্কের ম্যানশনের দেখাশোনা করতে হবে তাকে, এর বদলে খরচাপাতির কথা তাকে ভাবতে হবে না। আয়ুষ রাজি হয়ে যায়। ইয়র্কে তিন মাস থাকার পর ভয়ানক সব অভিজ্ঞতা হতে শুরু করে তার। এর মধ্যে মি. ওয়াদিয়ার এক নিকটাত্মীয়া ম্যানশনে এসে অজানা কারণে তাকে হত্যা করার চেষ্টা করে। সরাসরি না দেখে, রোজ (জেরিন খান) আয়ুষের সঙ্গীত শুনেই তার প্রেমে পড়ে যায়। রোজের রয়েছে আত্মা দেখা আর তাদের সঙ্গে যোগাযোগ করার এক অলৌকিক ক্ষমতা। মানুষের ব্যাখ্যার বাইরে কিছু ব্যাপার নিয়ে সে আগেও মানুষকে সাহায্য করেছে। আয়ুষের বাসায় এসে সে জানায় এর আগে এমন ভয়ঙ্কর আত্মার মুখোমুখি সে কখনও হয়নি। সে কি পারবে আয়ুষকে এই অশরীরীর হাত থেকে রক্ষা করতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ