Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মানান পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার ও কবরী

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বাংলাদেশের অন্যতম তৃতীয় প্রজন্মের এইচডি স্যাটেলাইট চ্যানেল এসএটিভি। আগামী ১৯ জানুয়ারি ২০১৮ তারিখ এসএটিভি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। ৫ বছর অতিক্রম করে ৬ষ্ঠ বর্ষে পর্দাপন করতে যাচ্ছে চ্যানেলটি। বাংলাদেশের বেসরকারী টিভি চ্যানেলগুলোর মধ্যে এসএটিভি ইতোমধ্যে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে। ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৮ জানুয়ারি দিবাগত রাত ১২:০১ মিনিটে এসএটিভি’র ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ কেক কেটে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন এবং আজ সকাল ১০টা থেকে এসএটিভি’র মুল ভবনের প্রাঙ্গনে (বাড়ী-৪৭, সড়ক-১১৬, গুলশান-১) শিল্প-সাস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গসহ নানা পেশার মানুষের উপস্থিতিতে এসএটিভি’র প্রাঙ্গন উৎসব মুখর থাকবে। ৫দিন ব্যাপী জনপ্রিয় শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এছাড়াও এসএটিভি প্রতি বছর দেশের শিল্প সাহিত্য, সংস্কৃতি অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্র থেকে মনোয়ন করে গুণী মানুষকে তাঁর জীবনব্যাপী কর্ম সাফল্যের স্বীকৃতি স্বরুপ ‘আজীবন সম্মাননা’ পুরস্কার প্রদান করে। এ বছর এসএটিভি প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা সারাহ বেগম কবরী’কে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ