Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে সায়েরা মুন্নী ও টুটুলের সঙ্গীতানুষ্ঠান

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: আজ নিউইয়র্কের কুইন্স প্যালেসে তিন জনপ্রিয় শিল্পীর অংশগ্রহণে ‘সুরের বাঁধনে ত্রয়ী’ নামে অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়েরা রেজা ও দিনাত জাহান মুন্নীর সাথে গেস্ট অব অনার আর্টিস্ট হিসেবে যোগ দিবেন এস আই টুটুল। বাংলাদেশের এই তিন তারকা শিল্পী তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশনের পাশাপাশি দর্শকদের অনুরোধের গানগুলোকে বেশী প্রাধান্য দিবেন। শিল্পী সায়েরা রেজা বলেন, বিদেশের মাটিতে আমি বরাবরই দেশের মাটির গানকে প্রতিনিধিত্ব করে আসছি। ভাল লাগছে, এত বড় একটি পরিবেশে আমার গানগুলো প্রবাসীদের কাছে পৌঁছে দিতে পারবো বলে। দিনাত জাহান মুন্নী বলেন, আমাদের সব সময়ের চাওয়া নিজের গানকে বিশ্বের সব প্রান্তে পৌঁছে দেয়া। অনুষ্ঠানটি এ ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমার বিশ্বাস। এস আই টুটুল বলেন, বিদেশের মাটিতে দেশীয় সুরকে উপস্থাপন করার লোভ আমাকে সব সময় তাড়িত করে। আমি আনন্দিত এমন একটি অনুষ্ঠানে অংশ নিতে পারবো বলে। অনুষ্ঠানটির আয়োজন করেছে যৌথভাবে ইউএস এ এন্টারটেনমেন্ট ও কুইন্স প্যালেস। অনুষ্ঠানটির অন্যতম মিডিয়া সাপ্তাহিক আজকাল এবং অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে টাইম টেলিভিশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ