প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট : চলতি বছরের শুরুতে বেশ কিছু নতুন পরিকল্পনা হাতে নেয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’(ডিএমএস)। এই পরিকল্পনার একটি হলো প্রতিষ্ঠানটি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার একটি করে নতুন গান প্রকাশ করবে। ‘ডিএমএস থার্স্টডে’ শিরোনামে চলছে এই কার্যক্রম। এরই ধারাবাহিকতায় আগামী ১৮ জানুয়ারী বৃহস্পতিবার ডিএমএস প্রকাশ করছে এহসান রাহী’র গান ‘কথা দিলাম’। গালিব সরদারের কথায় গানটির সুর ও সঙ্গীতায়জন করেছেন এহসান রাহী নিজেই। গানটির ভিডিও নির্মাণ করেছেন স্বরাজ দেব। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের মনোরোম লোকেশনে টানা দুইদিন চিত্রায়ন করা হয়েছে গানটির ভিডিও। মডেল হয়েছেন তৌসিফ এবং সাফা কবির। এহসান রাহী বলেন, ‘একটা লেখাকে গানে রূপ দিতে অনেক পথ পাড়ি দিতে হয়। অনেক মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা থাকে। এ গানের সাথে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা। আশা করি, দর্শক এবং শ্রোতাপ্রিয়তা পাবে কথা দিলাম গানটির অডিও এবং ভিডিও।’ ডিএমএস-এর ইউটিউব চ্যানেলের পাশাপাশি ‘কথা দিলাম’ গানটি শুনতে পাওয়া যাবে, ডিএমএস এর ওয়েব সাইট, জিপি মিউজিক, রবি ইয়োন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।