Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় ৫ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আজ শুরু

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর ঈদগাহে দক্ষিণ বন্দর জামে মসজিদ ও যুবকদের উদ্যোগে আগামী শুক্রবার থেকে ৫ দিন ব্যাপী ১২ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে পবিত্র কুরআন থেকে তাফসীর পেশ করবেন মুফাসসীরে কুরআন (রংপুর) অধ্যাপক মাওলানা মোঃ নূরুল আমীন, হামিয়ে সুন্নাহ মাদ্রাসার (রংপুর) মুহতামিম হাফেজ মাওলানা মুফতি ঈসা আসয়াদী, দারুল আবরার মডেল মাদ্রাসার (বরিশাল) অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ রফিকুল ইসলাম, ঝালকাঠী এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল হাদীস মাওলানা আবু জাফর মোঃ ছালেহ ও জামেয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদ্রাসার (বরিশাল) সাবেক মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। মাহফিলের এক যুগ পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজনে বিশিষ্ট ক্বারী মোঃ শহীদুল ইসলাম কুরআন তিলাওয়াত এবং সাবেক ব্যান্ড শিল্পি মোঃ আব্দুল কাইয়্যুম ইসলামী সংগীত পরিবেশন করবেন। তাফসীর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক একেএম নিজামুল কবির মিরাজ জানান, শ্রোতাদের সুবিধার্থে প্রতি বছরের ন্যায় এবছরও ঈদগাহের বাইরে মাল্টি মিডিয়ায় তাফসীর শোনার ব্যবস্থা করা হবে। তিনি সকলকে কুরআনের মাহফিলে আসার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ