Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে আমেনা ফাউন্ডেশন এডুকেশন কমপ্লেক্সের ৫তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাইবান্ধা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারায় স্বেচ্ছাসেবী সংগঠন আমেনা ফাউন্ডেশন এডুকেশন কমপ্লেক্স এর ৫তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় মিরারপাড়া গ্রামে আমেনা ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বপন কুমার রায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর সংগঠনের উদ্যোগে ‘বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা গাইবান্ধা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোহাম্মদ হোসেন ফকুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আজাদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক কৃষিবিদ বজলুর রশীদ রাজা, শালমারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, ইউপি সদস্য আইয়ুব আলী প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ