Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

দুপচাঁচিয়ায় ঘন কুয়াশায় বিপর্যস্ত শিক্ষার্থীরা

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

দুপচাঁচিয়া উপজেলার সর্বত্র কনকনে শীত আর প্রচন্ড ঘন কুয়াশায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থানের মতো সপ্তাহ ব্যাপী উপজেলার সর্বত্র প্রচন্ড ঘন কুয়াশা আর কনকনে শীত পড়েছে। এ ঘন কুয়াশা আর শীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘরের বাহিরে যেতে পারছে না। এর মাঝেও লেখাপড়ার স্বার্থে কষ্ট করেই তারা বিদ্যালয়ে যাতায়াত করছে। এই সব ছাত্র-ছাত্রীরা সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকরা মারাত্বক বিপর্যয় আশংখার মধ্যে দিন যাপন করছে। প্রতিষ্ঠানে গিয়ে অনেক শিক্ষার্থী শীত জনিত কারনে অসুস্থ্য হওয়ার দৃশ্য দেখা গেছে। এই শীতে সর্বত্র ব্যাপক আকারে ডায়রিয়ার পাদুর্ভাব দেখা দিয়েছে। এ ছাড়াও ঠান্ডা জনিত সর্দি কাশিতে অনেক শিক্ষার্থীরাই মারাত্বক ভাবে আক্রান্ত হচ্ছে। প্রচন্ড শীতে শিক্ষার্থীরা স্কুল ড্রেসের ওপর গরম পোশাক পড়েও রেহাই পাচ্ছে না। অনেক অভিভাবকই এই প্রচন্ড শীতে তাদের ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে যেতে বাধাও দিচ্ছে। এ ব্যাপারে গতকাল ১৮ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা শিক্ষার মান উন্নয়ন ফোরামের সভাপতি আলহাজ¦ আব্দুর রাজ্জাক “দৈনিক ইনকিলাব” কে জানান, তার ছেলে স্থানীয় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। প্রচন্ড শীতের কারনে শীত জনিত রোগ থেকে রক্ষার্থে তার ছেলে কে স্কুলে যাওয়া সাময়িক বন্ধ রেখেছেন। কোমলমতি শিক্ষার্থীদের প্রচন্ড এই শীতের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানগুলোতে শীতকালীন ছুটি দেওয়া প্রয়োজন বলে মনে করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ