বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী বলেছেন, রাজনৈতিক দল বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। নির্ধারিত কিছু নীতিমালার মধ্যে রাজনৈতিক দলগুলোর কাঠামো ও কর্মকান্ড পরিচালিত হতে পারে। কিন্তু নিবন্ধনের নামে নিয়ন্ত্রণ করার কালো আইন বাতিল করতে হবে। গতকাল রাজধানীর পল্টনে ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ গণদলের প্রথম সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রয়োজনে নির্বাচনের ৩০ দিন আগ পর্যন্ত ইসিকে প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া চালু রাখার ব্যবস্থা করতে হবে। পরে কাঠামোগত নীতিমালা বাস্তবায়নের শর্ত পূরন হলে স্থায়ী নিবন্ধন দিতে হবে। গণদলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব নুরুল কাদের চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো: শাহ আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, মহিলা বিষয়ক সম্পাদক তাইফুন নাহার রোজি, কেন্দ্রীয় নেতা মাওলানা নুরুল কাদের, কাজী শামসুল ইসলাম, মহানগর নেতা বাবুল আহম্মেদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নের্তৃবৃদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।