বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রির্পোটার : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী গতকাল পৃথক পৃথক বিবৃতিতে অনশনরত বেসরকারি শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহŸান জানিয়েছেন। পীর সাহেব চরমোনাই বিবৃতিতে বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবি সরকারকে মেনে নিতে হবে। তিনি বলেন, শিক্ষক সমাজ রাস্তায় আমরণ অনশন করে অমানবিক জীবন যাপন করছেন। অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়ছে। বছরের পর বছর শিক্ষকতা করেও তারা বেতন-ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। এ অমানবিকতা মেনে নেয়া যায় না। মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, অনশনকারী শিক্ষকদের দাবি যৌক্তিক দাবি। অনশনের পূর্বেই তাদের দাবি মেনে নেয়া উচিত ছিল। এমতাবস্থায় অনশন শুরু করার পর শিক্ষকদেও মানা নিয়ে সময় ক্ষেপন অমানবিক। সরকারি কর্মচারীদেও বেতন যেখানে দ্বিগুন করা হয়েছে, সেখানে শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে গড়িমসি মেনে নেয়া যায় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।