বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশ্ববিদ্যালয় রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মধ্যে গত মঙ্গলবার রাতে রেস্টুরেন্টে সিট দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ উভয়পক্ষের মোট ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে বকশীবাজার মোড়ে পেনাং রেস্টুরেন্টে এ ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেস্টুরেন্টে বসাকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত হয়। এরপর বকশীবাজার মোড়ে ঢাবি ও ঢামেক শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে মহড়া দেয়। এসময় উভয়পক্ষের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ঢামেকের ফজলে রাব্বী হলের ছাত্ররা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ছাত্ররা এ ঘটনায় জড়িয়ে পড়ে।
এসময় ঢাবির এসএম হল শাখা ছাত্রলীগের কর্মীদের সাথে ঢাবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং একাত্তর হলের ছাত্রলীগের নেতাকর্মীরাও সংঘর্ষে যোগ দেয়।
এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ চলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এতে ঢামেকের শহীদ ডা. ফজলে রাব্বী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মো. আল আমিন, এসএম হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাফফার ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওয়াহাব বিন রিয়াজ আহত হয়েছেন বলে সূত্রে জানা যায়। এঘটনায় আহত বাকিদের নাম জানা যায়নি।
এছাড়াও সংঘর্ষের সময় যমুনা টেলিভিশন এর ক্যামেরাম্যান আব্দুল লতিফকে মারধর করে তার ক্যামেরা ছিনিয়ে নেয় ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। এঘটনায় এক পুলিশ সদস্যও আহত হয় বলে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।