Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে নিখোঁজের একদিন পর অটো চালকের লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : নিখোঁজের একদিন পর মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের হাজীর খালপাড় এলাকা থেকে গত মঙ্গলবার রাতে অটোভ্যান চালক আবুল কালাম মুন্সী (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রতিদিনের মত অটোভ্যান চালক আবুল কালাম ভ্যান চালাতে বের হয়। সোমবার রাতে বাড়ি না আসলে তাকে অনেক খোঁজা-খুজি করা হয়। কিন্তু তাকে পাওয়া যায় না। পরে মঙ্গলবার রাত সাড়ে ৬টার দিকে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের হাজীর খাল পাড় এলাকার তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবী, আবুল কামালকে হত্যা করে অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুস্কৃতকারীরা। নিহত আবুল কালাম রাজৈর পূর্ব স্বরমঙ্গল বেপাড়ি বাড়ী আবুবকার মুন্সীর ছেলে।
এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা পানির মধ্যে ছিল। শরীরের আধাতে চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় ফাঁস দেয়ার দাগ রয়েছে। লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ