বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সাবেক প্রধানমন্ত্রী ্ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গতকাল (বুধবার) সিলেটে মিছিল সমাবেশ করেছে সিলেট বিএনপি। নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে বিশাল এ বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ্ও দলের অঙ্গ সংগঠন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌহাট্রা পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও মহানগর যুবদল নেতা আব্দুল আজিজ এবং মহানগর ছাত্রদল নেতা শাকিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিফতা সিদ্দিকী বলেন, বেগম খালেদা জিয়া অতীতে কোন স্বৈরশাসকের সাথে আপোষ করেনি, ভবিষ্যতেও করবেন না। স্বৈরশাসকের বা ১/১১ কোন ষড়যন্ত্রই বিএনপিকে কখনওই নিশ্চিহ্ন করতে পারেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশেই আগামী দিনে আন্দোলন ও নির্বাচনে জীবনবাজি রেখে সাধারণ জনগণের জন্য আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। বক্তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার নাটক শেষ করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিন, অন্যথায় পালানোর পথ খুজে পাবেন না। বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির উপদেষ্টা সাইদুর রহমান বুদুড়ী, আলাউর রহমান লইলু, বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর সত্তার মামুন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, সেলিম আহমদ মাহমুদ, রফিকুল বারী নোমান,মাসুদ আহমেদ কবির, সুহেল মাহমুদ, আব্দুল্লাহ সফি সাহেদ, জহিরুল ইসলাম, মো তমিজুল ইসলাম, আলী আহমদ, মইন উদ্দিন, সাইদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জুয়েল চোধুরী,প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।