Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চসিকের স্পট লাইসেন্স ও কর আদায় কার্যক্রম চলছে

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ে গতিশীলতা আনতে প্রধান রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে ৮টি সার্কেলে প্রতিদিন স্পট লাইসেন্স প্রদান ও কর আদায় কার্যক্রম চলমান রয়েছে। গতকাল (বুধবার) নগরীর স্টেশন রোডস্থ সিটি কর্পোরেশন বাণিজ্য বিতানের নিচ তলায় ৪নং রাজস্ব সার্কেলের আওতাধীন ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড, ৩০ নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড, ৩১ নং আলকরন ওয়ার্ড ও ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড ও ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের সম্মানীত ব্যবসায়ী ও হোল্ডারদের সুবিধার্থে ষ্পট ট্রেড লাইসেন্স বিতরণ ও পৌরকর আদায় করা হয়। গতকাল ২৭টি নতুন লাইসেন্স এবং ৩১টি নবায়ন লাইসেন্স মিলে ৫৮টি লাইসেন্স প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত কাজ ছাড়াও হোল্ডিং মালিকদের নিকট থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়। এ কর্মসূচির অধীনে লাইসেন্স বাবদ ১ লাখ ১৬ হাজার ৬ শত ৫০ টাকা এবং হোল্ডিং ট্যাক্স বাবদ চেক মারফত পশ্চিম মাদারবাড়ী মহল্লা থেকে ৫৫ হাজার ৯ শত ১৩ টাকা, পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড থেকে ৩৩ হাজার ১ শত ৫০ টাকা, ফিরিঙ্গীবাজার ওয়ার্ড থেকে ৭৬ হাজার ৫ শত টাকা সহ মোট ১ লাখ ৬৫ হাজার ৫শত ৬৩ টাকা আদায় করা হয়েছে। এসময় ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, কর কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপ কর কর্মকর্তা, লাইসেন্স ইন্সপেক্টর ও কর আদায়কারীগণ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ