Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাউজানে মদ ও ইয়াবার বিরুদ্ধে হুঁশিয়ারি ঘোষণা ইউএনওর

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা বলেছেন, রাউজানে কেউ মদ, ইয়াবা, ফেনসিডিলসহ কোনো নেশা জাতীয় দ্রব্য বিক্রি ও খেতে পারবে না। তিনি আঙুল উঁচিয়ে মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারী ঘোষণা করলেন। তিনি দৃঢ কন্ঠে বলেন, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেন, আমরা যত বড় ডক্টর ডিগ্রী নিই না কেন আমাদের মাঝে মানবীয় গুণাবলী ও হৃদয়ে দেশপ্রেম না থাকলে এসব ডিগ্রী কোন কাজে আসবে না। প্রশিক্ষিত যুবকরাই দেশ গড়ার হাতিয়ার। তিনি আরো বলেন, বাংলাদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত সনদধারীদের ড্রাইভারী লাইসেন্স দিলে সড়ক দুর্ঘটনা অনেকগুণে হ্রাস পাবে। তিনি এই কাজে যুবকদের এগিয়ে আসার আহŸান জানান। রাউজানে কোন বাল্যবিবাহ হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, অনেকে বিবাহের খানা খেয়ে আমাকে ফোন করেন স্যার অমুক জায়গায় বাল্য বিবাহ হচ্ছে। এরাই হচ্ছে সমাজের আসল শত্রæ। তিনি বলেন, প্রশাসন পারে না এমন কোন কাজ নেই,তবে তিনি সকলকে আইনকে শ্রদ্ধা করে চলার আহব্বান জানান। তিনি গতকাল বুধবার দুপুর ১২টায় যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, রাউজান উপজেলা শাখার সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সদরস্থ একেএম ফজলুল কবির অডিটোরিয়ামে আইসিটি নলেজ লিঃ রাউজান শাখার ব্যবস্থাপনা পরিচালক মো খোরশেদুল আলমের সভাপতিত্বে ও পরিচালক মো. মঈনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহান, সমবায় কর্মকর্তা মো. মুজিবুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক মীর আসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. মোরশেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরকান সিকদার, মো. ফখরুল আলম। অনুষ্ঠান শেষে ৫১২ জন প্রশিক্ষিত যুবক- যুবতীর মধ্যে সনদপত্র প্রদান করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ