Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে ৪ কোটি ২৪ লাখ টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে ৪ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ১শ’ ৫০ টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বর্ডার গাডর্ বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার দুপুরে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে মাদক দ্রব্য ধ্বংসকরণ ও জনসচেতনতা মূলক অনুষ্ঠানের পর এসব মাদক ধ্বংস করা হয়। বিজিবি জানান ধ্বংসকৃত মাদকের মধ্যে ৩ কোটি ৩১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ৯৮টি ভারতীয় বোতল জাত মদ, ৪৭ হাজার ২শ’ ৫০ টাকা মূল্যের ১শ’ ৮৯ টি ভারতীয় বিয়ার, ২ হাজার টাকা মূল্যের ৫ বোতল ভারতীয় কোরেক্স, ১১ লাখ ৯০ হাজার ৮শ’ টাকা মূল্যের ২ হাজার ৯শ’ ৭৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪ লাখ ৮৫ হাজার ৮শ’ টাকা মূল্যে ১শ’ ৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২১ হাজার ৩শ’ টাকা মূল্যের ৭১ লিটার বাংলা মদ ও ১৬ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস টার্গেট ট্যাবলেট রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লার এসপিপিজি সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মো. আহসানুজ্জামান। এছাড়াও ফেনীস্থ ৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. সহিদুর রহমান, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম সহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ