Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঝিনাইদহ হাসপাতালে এক বছরে ৪৯৩ রোগীর মৃত্যু

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


মোস্তফা মাজেদ, ঝিনাইদহ থেকে: বিভিন্ন রোগে ঝিনাইদহ সদর হাসপাতালে ২০১৭ সালে ৪৯৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৬৯ জন পুরুষ ও ২২৪ জন মহিলা রয়েছে। এক বছরে হাসপাতালটিতে জরুরী ও বর্হিবিভাগে ৩ লাখ ৪০ হাজার ৯৩২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের পরিসংখ্যান বিভাগ থেকে এ সব তথ্য পাওয়া গেছে। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আইয়ুব হোসেন ঝিনাইদহ সদর হাসপাতালটি একশ’ শয্যার হলেও প্রতিদিন জরুরী ও বর্হিবিভাগে হাজারো রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে মুঞ্জুরীকৃত ৪০ জন ডাক্তারের মধ্যে আছে মাত্র ২৭ জন। দীর্ঘদিন ধরেই ১৩ জন ডাক্তারের পদ শূন্য রয়েছে। এছাড়া ৭৩ জন নার্সের বিপরীতে আছে ৬৫ জন। তিরি আরো জানান, ২০১৭ সালে হাসপাতালটিতে ৩৫ হাজার ৫শ’ ৬৯ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালটিতে নানা সমস্যার মাঝেও গত বছর দৈনিক ৮৮ হাজার ৪১৪ জন রোগী অবস্থান করে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের ইওসি (গাইনি) বিভাগের প্রধান ডাঃ এমদাদ জানান, ২০১৭ সালে ঝিনাইদহ সদর হাসপাতলে ২ হাজার ৯৯৭ জন প্রসুতি নারীকে ডেলিভারি করানো হয়েছে। এরমধ্যে নরমাল ডেলিভারির সংখ্যা ১ হাজার ৮শ’ ৩৯। প্রয়োজন ছাড়া ঝিনাইদহ সদর হাসপাতালে সিজার করা হয় না বলেও ডাঃ এমদাদ জানান। হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আইয়ুব হোসেন আরো জানান, গত এক বছরে ঝিনাইদহ সদর হাসপাতালে ৭ হাজার ৪৩২ জন রোগীকে অপারেশন করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে ৫২ হাজার ৫৫৬ জন রোগীকে। হাসপাতালের হিসাব বিভাগ সুত্রে জানা গেছে, গত এক বছরে রোগী ভর্তি ফি, বহিঃবিভাগ ও জরুরী বিভাগে চিকিৎসা (টিকেট), কেবিন, পেয়িং বেড, ইসজি, এক্স-রে, প্যাথলজী, আলট্রাসনো ও বøাড ব্যাংক ফি, এ্যাম্বুলেন্স, অপারেশন, এমএসআর, লাইসেন্স নবায়ন ও টেন্ডার সিডিউল বিক্রয় খাত থেকে আয় হয়েছে ৭০ লাখ ৫৯ হাজার ৫৬০ টাকা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী হরিণাকুন্ডুর হালিমা খাতুন অভিযোগ করেন, হাসপাতালের ডাক্তদারদের দুপুরের পর আর পাওয়া যায় না। জোহরের আজান পড়লেই সব চিকিৎসক হাসপাতাল ত্যাগ করেন। ফলে বর্হিবিভাগ থেকে রোগীর টিকেট দেওয়াও বন্ধ হয়ে যায়। এতে দুর থেকে আসা রোগীরা পড়েন বিপাকে। এ ছাড়া জরুরী কল ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকরা রাতে রাউন্ড দেন না। তবে রোগীদের অভিযোগ সম্পর্কে তত্বাবধায়ক ডাঃ আইয়ুব হোসেন বলেন, মুলত চিকিৎসক সংকটের কারণে এমনটি হতে পারে। হাসপাতালে ১৩ জন চিকিৎসকের পদ খালি আছে। পুরণ হলে আর অভিযোগ থাকবে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ