Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না’গঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারী নিয়াজুলকে গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফউদ্দিন সবুজসহ সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসী নিয়াজুলকে গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ছেন সাংবাদিক নেতারা। অন্যথায় প্রশাসনের সকল সংবাদ বর্জনসহ সারাদেশের সাংবাদিকদের নিয়ে আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন তারা। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এক প্রতিবাদী মানববন্ধন থেকে প্রশাসনের উদ্দেশ্যে এই আল্টিমেটাম দেয়া হয়। নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এই মানববন্ধনের আয়জন করে।
মঙ্গলবারের ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব উমর ফারুক বলেন, ভেবেছিলাম নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ন্যায়পরায়ণ। কিন্তু সেটা আজ ভুল প্রমানিত। সাংবাদিক শরিফউদ্দিন সবুজকে যেভাবে প্রকাশ্যে পেটানো হয়েছে আজকে যদি সেভাবে আপনাকে কিংবা প্রশাসন এবং বিচারবিভাগের কাউকে পেটানো হতো তবে এতক্ষণে দেখতাম সেই পিস্তল উঁচু করা নিয়াজুলরা মাটির নীচে থাকতো। সেই সন্ত্রাসীদের আপনারা ক্রসফায়ারে দিতেন। আমরা সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারপরেও আমরা আমাদের ন্যায্য পাওনা পাচ্ছি না নিরাপত্তা পাচ্ছি না।
জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের প্রতি বলছি, আপনার যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার না করেন তবে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় ঢাকা প্রেসক্লাবের সামনে আমরা মানববন্ধন করবো। এবং সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। প্রয়োজনে সারা বাংলাদেশের সাংবাদিকরা নারায়ণগঞ্জে আসবে বলেও তিনি হুশিয়ারী উচ্চারণ করেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব উমর ফারুক, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ, প্রবীণ ফটো সাংবাদিক সফিউদ্দিন বিটু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ