Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিত্যক্ত পিকআপ উদ্ধার আটক-১

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : পরিত্যক্ত অবস্থায় লাল রংয়ের ভারতের মাহিন্দ্রা কোম্পানীর একটি এক্সনন পিকআপ (রংপুর-ন ১১-১১৩৬) উদ্ধার করেছে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার বাহাগিলি ইউনিয়নের পাকা সড়কে পিকআপটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। গাড়িটির হেড ও ব্যাক লাইট জ্বালানো থাকলেও দরজা জানালা লক ছিল। গাড়ীটি দীর্ঘ সময় ওই স্থানে পড়ে থাকলে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লক অপসারন করে গাড়িটি থানায় নিয়ে আসে। এ ঘঁটনায় হামিদুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।
কিশোরগজ্ঞ থানার এসআই মোমিন জানান, গাড়িটির দরজায় নীলফামারী জেলা মাইক্রোবাস, পিকআপ, কার মালিক সমিতির সদস্য সনদপত্র সাঁটানো ছিল। তবে সনদপত্রে গাড়ির মালিকের নাম ও ঠিকানা পাওয়া যায়নি। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, হামিদুল ইসলাম নামে এক লোক নিজেকে গাড়ীর চালক বলে দাবি করায় তাঁকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ