Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিস্তা ক্যানেলের পাড় কেটে জমি!

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এমএ জলিল সরকার : দিনাজপুরের পার্বতীপুরে ক্যানেলের পাড় কেটে জমি বের করা হচ্ছে। উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের ব্র²ত্তোর সোনাপুকুর গ্রামের পশ্চিমে ‘তিস্তা বগুড়া ক্যানেল’র সোনাপুকুর গ্রামের জনৈক ব্যক্তি দিনমজুর লাগিয়ে ক্যানেলের পাড় কেটে জমি বের করছেন। মাটি কাটা হলে আগামী বর্ষা মৌসুমে ক্যানেলের পাড় ধ্বসে গিয়ে ব্র²ত্তোর সোনাপুকুর গ্রাম তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে। সেখানে আরো কয়েক জনকে তিস্তা ক্যানেলের পাড়ের মাটি কাটতে দেখা গেছে। হেলারচক গ্রামের দিনমজুর তোজাম্মেল জানান, তারা ৪ জন দৈনিক হাজিরা হিসেবে মাটি কাটছে।
সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। ক্যানেলের পাড় কেটে জমি বের করা আইনগত অপরাধ। অভিযুক্তদের কাছে নোটিশ পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ