Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নরসিংদীতে হাজার হাজার শ্রমিকের লাল পতাকা মিছিল

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন-সিবিএ পরিষদের ১১ দফা দাবি

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ পরিষদ ঘোষিত ১০ দিনের ২য় দফা কর্মসূচী অনুযায়ী নরসিংদীতে পাটকল শ্রমিকদের আন্দোলন জোরদার হচ্ছে। প্রথম দিনের কর্মসূচী বাস্তবায়নের পর জাতীয় মজুরী কমিশন বাস্তবায়ন, ২০ ভাগ মহার্ঘ্য ভাতার বকেয়া এককালীন পরিশোধ, বকেয়া মজুরী, বেতন পরিশোধ, বদলী শ্রমিক স্থায়ীকরণসহ ১১ দফা দাবী আদায়ে গতকাল নরসিংদীর ইউএমসি জুটমিলে হাজার হাজার শ্রমিক শহরে লাল পতাকা মিছিল করেছে। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বুধবার সকাল ১১ টায় ইউনাইটেড, মেঘনা, চাঁদপুর (ইউএমসি) জুটমিলের হাজার হাজার শ্রমিক মিলগেইটে সমবেত হয়। সেখান থেকে সিবিএ সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা বশির আহমেদের নেতৃত্বে লাল পতাকা নিয়ে মিছিলে সংগঠিত হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হাজার হাজার শ্রমিকের মিছিলটি দীর্ঘ ৩ কিলোমিটার পথ অতিক্রম করে নরসিংদীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে পুনরায় ৩ কিলোমিটার পথে বিক্ষোভ প্রদর্শন করতে করতে ইউএমসি মিলগেইটে গিয়ে শেষ হয়। এর আগে মিলগেইটে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, মন্ত্রী এমপি, বিচারকসহ সকলের পে-কমিশন ঘোষণা ও বাস্তবায়িত হয়েছে ২০১৫ সালের ১ জুলাই থেকে। এই পে-কমিশন ঘোষণার পর বাজারে জিনিসপত্রের মূল্য বেড়েছে কয়েকগুণ। জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে গিয়ে দাড়িয়েছে। কিন্তু পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়িত না হওয়ায় শ্রমিকরা বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। ছেলে-মেয়েদের লেখাপড়া করাতে পারছে না। অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। না পারছে আহার যোগাতে না পারছে চিকিৎসার টাকা জোগাড় করতে। এ অবস্থায় ২০১৭ সালের ২৬ নভেম্বর পাটকল শ্রমিকদের ১১ দফা সংবলিত একটি দাবীনামা এবং পরে ২৯ নভেম্বর একটি সংশোধিত দাবীনামা বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যানের নিকট পেশ করা হয়। কিন্তু পাটকল কর্পোরেশনের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে তারা দাবী আদায়ে প্রথম দফা কর্মসূচী পালন করেছে। কিন্তু এতেও পাটকল কর্তৃপক্ষের টনক নড়েনি। যার ফলে তারা ২য় দফা কর্মসূচী ঘোষণা করেছে। এই ২য় দফা কর্মসূচীর অংশ হিসেবেই গতকাল বুধবার শহরে লাল পতাকা মিছিল করেছে। হাজার হাজার শ্রমিক ¯েøাগান দিয়েছে ‘ভাত দে, কাপড় দে নইলে গদি ছেড়ে দে’ ‘দুনিয়ার মজদুর এক হও, এক হও’ বিক্ষোভ প্রদর্শন করেছে। এর আগে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন-সিবিএ’র আহবায়ক সর্দার মোতাহার হোসেন, কার্যকরী আহবায়ক মো: সোহরাব হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ মাহবুব আলম গত ১২ জানুয়ারী শুক্রবার খালিশপুরে জনসভার মাধ্যমে ২য় দফা আন্দোলনের কর্মসূচী ঘোষণা করে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন-সিবিএ পরিষদ। ১৩ জানুয়ারী শনিবার ১০ টায় চট্টগ্রামে গেট মিটিং’র মাধ্যমে ২য় দফা কর্মসূচী ঘোষণা করা হয়। ১৫ জানুয়ারী সোমবার পাট শিল্প জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রেরণ করা হয়। গতকাল বুধবার ১৭ জানুয়ারী নরসিংদীসহ দেশের পাটকল অধ্যুষিত জেলাগুলোতে লাল পতাকা মিছিল করা হয়। ২১ জানুয়ারী একইভাবে নরসিংদীসহ বিভিন্ন শিল্প এলাকার রাজপথে লাঠি মিছিল করা হবে। ২৪ জানুয়ারী রাজপথে ভূখা মিছিল বের করবে শ্রমিকরা। ২৫ জানুয়ারী পেশজীবি সংগঠন এবং সাংবাদিকদের সাথে মত বিনিময় করবে শ্রমিক নেতৃবৃন্দ। ২৬ জানুয়ারী শুক্রবার বিকেল ৩ টায় দেশের পাটকলসমূহের সামনে শ্রমিক জনসভার ঘোষণা দেয়া হয়েছে। দাবী পূরণ না হলে ২৮ ও ২৯ রবি ও সোমবার ৪৮ ঘন্টার ধর্মঘটসহ প্রতিদিন সকাল ১০ টায় রাজপথে বিক্ষোভ মিছিল হবে। ৩১ জানুয়ারী বুধবার রাজপথ রেলপথ অবরোধ। এরপরও দাবী পূরণ না হলে ৪ ফেব্রুয়ারী ঢাকায় কেন্দ্রীয় কমিটির মাধ্যমে পরবর্তী কঠোরতর কর্মসূচী গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ