প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: বিয়ে করে মিডিয়াকে বিদায় জানানো লাক্স তারকা অভিনেত্রী বিন্দুর সংসারে ভাঙনের সুর বেজে উঠেছে। তাও আবার এর পেছনে আরেক মডেল-অভিনেত্রী সুজানা জড়িতে রয়েছেন বলে মিডিয়ায় চাউর হয়েছে। সুজানার সাথে নাকি বিন্দুর স্বামীর পরকীয়ার সম্পর্ক গড়ে উঠেছে। স্বামীর সঙ্গে সুজানার অনৈতিক স¤পর্ক মেনে নিতে পারছেন না বিন্দু। তাই দীর্ঘদিন ধরে আলাদা রয়েছেন তিনি। এমনও শোনা যাচ্ছে, যে কোনো সময় তাদের ডিভোর্স হয়ে যেতে পারে। তবে অনেকে বলছেন, এটা গুজব। স্বামী সংসার নিয়ে সুখেই আছেন বিন্দু। আবার কিছু সূত্র বলছে, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে স¤পর্কের টানাপোড়েন চলছে বিন্দুর। তাই প্রায় এক বছর ধরে তিনি আলাদা থাকছেন। এদিকে সংসার ভাঙার পেছনে নিজের নাম আসায় ক্ষোভ প্রকাশ করেছেন সুজানা। তিনি এখন দেশের বাইরে রয়েছেন। সেখান থেকে জানান, কারা এইসব ফালতু কথা ছড়িয়ে বেড়ায়? আর আমাকে কেন এখানে জড়ানো হলো? দেশ থেকে আমাকে অনেকেই বেশ কিছু গণমাধ্যমের নিউজের লিংক ইনবক্সে শেয়ার করেছেন। সেগুলো দেখে আমি শুধু কষ্টই পাইনি। হতাশও হয়েছি। এ কেমন সাংবাদিকতা? কোনো দায়িত্ববোধ নেই সংবাদ পরিবেশনে? আমার উপর একটি সংসার ভাঙার দায় চাপানো হচ্ছে অথচ আমার কোনো বক্তব্য নেই। বিন্দু কিংবা তার পরিবারেরও কোনো বক্তব্য নেই। সুজানা বলেন, আমি খুবই বিরক্ত। কোনো হিট ইস্যু না পেয়ে বিন্দুর সংসারকে টার্গেট করেছে কিছু বাজে লোক। আর সেখানে রঙ মাখাতে আমার নামটি জুড়ে দেয়া হয়েছে। আমি এই সপ্তাহেই দেশে আসবো। এসে এই বিষয় নিয়ে কথা বলব। উল্লেখ্য, আফসান আরা বিন্দু ২০০৬ সালের লাক্স সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানার আপ হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন। পাশাপাশি শাকিব খান ও ইমনের বিপরীতে দুটি চলচ্চিত্রে কাজ করে তিনি প্রশংসিত হয়েছেন। হঠাৎ করেই মিডিয়াকে গুডবাই জানিয়ে ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন আসিফ অ্যাপারেলসের কর্ণধার আসিফ সালাহউদ্দিন মালিককে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।