প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির প্রযোজক জাহিদ হাসান অভি জানান, সেন্সর বোর্ড থেকে আমরা সিনেমাটি প্রদর্শনের অনুমতি পেয়েছি। দু-এক দিনের মধ্যে সেন্সর সার্টিফিকেট পেয়ে যাবো। ভালোবাসা দিবস উপলক্ষে শতাধিক সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেয়া হবে। এতে জুটি হয়েছেন আরিফিন শুভ ও তানহা তাসনিয়া। আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ। সিনেমাটি নিয়ে জাকির হোসেন রাজু বলেন, সিনেমাটি প্রেমের কথা বলবে, মানবতার কথা বলবে। মৌলিক গল্পের এই সিনেমাটি সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন। সিনেমাটিতে গান রয়েছে চারটি। লিখেছেন জাকির হোসেন রাজু, জাহিদ হাসান অভি ও প্রিয় চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভি। বাংলাদেশ ছাড়াও নেপালে সিনেমাটির শূটিং হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।