Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলাম ও জিহাদের ছদ্মনামে সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্তরা ইসলামের শক্র

নিউইয়র্কে ঈসালে সাওয়াব মাহফিলে বক্তারা

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সিলেট অফিস : নিউইয়র্কে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে গত রোববার অনুষ্ঠিত হয়েছে ভারতীয় উপ মহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা ফুলতলী সাহেব (র.)’র বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল। আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র উদ্যোগে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে এদিন বিকেল ৫টা থেকে এ উপলক্ষে খতমে কুরআন, খতমে খাজেগান, অজিফা খতম, আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আঞ্জুমানে আল ইসলাহ ইউএস’র সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় এবং সভাপতি মাওলানা মঈনউদ্দীন মুহাদ্দিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওলামা সোসাইটি ইউএস’র সভাপতি আল্লামা জালাল সিদ্দিক। মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিংগেরকাচ আলীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সহ সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম ও মাওলানা সৈয়দ সাজিদুল হক, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ জমসেদ হোসেন, যুব সম্পাদক মাওলানা রুহান উদ্দিন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হাফিজ ওহি চৌধুরী প্রমুখ। মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএস’রসহ সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমেদ, প্রচার সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ আবদুল কুদ্দুস, মাওলানা শাহান শাহ ইয়াহইয়া, মাওলানা লুৎফর রহমান, ডা. আবুল খায়ের, জয়নাল আবেদীনসহ আঞ্জুমানে আল ইসলাহইউএস’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ ইসলামী ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান ও হাসান মাহদিন চৌধুরী। ফুলতলী (রহ.) এর শানে মুরছিয়া পরিবেশন করেন মো. এম এ মুশাহিদ। আলোচনা সভায় বক্তারা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)’র জীবনীর উল্লেখযোগ্য দিক তুলে ধরে বলেন, ইসলাম ও জিহাদের ছদ্মনামে সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্তরা ইসলামের শত্রæ। মানবতার শক্রু। সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্তদের কঠোর হাতে দমন করার জন্য সরকারের প্রতি জোর দারি জানান বক্তারা। বিপুল সংখ্যক মুসল্লী মাহফিলে যোগ দেয়। পরে মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুসল্লীদের মাঝে তবারু বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ