বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব ডেস্ক : সড়ক দুর্ঘটনায় গতকাল চাঁদপুরে ৩, বিরলে ১, ছাতকে ১, উখিয়ায় ১ জনসহ ৬জন নিহত হয়েছে । এ সক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
চাঁদপুর জেলা সংবাদদাতা জানান, চাঁদপুরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অটো চালক মো. নুরুল হক (৩০)। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় মতলব উত্তর উপজেলার মোহনপুর পাঁচানি এলাকায়। নিহতরা হলেন- পাঁচানী এলাকার মফিজুল ইসলাম (৪৫), আলোমগীর হোসেন (৫০) ও অনিক সরকার (২৪)। স্থানীয়রা জানায়, ভোরে ঘন কুয়াশা কারণে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সার উপর উঠে যায়। এসময় ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর চালক নুরুল হকের অবস্থা আশঙ্কাজনক বিধায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢামেকে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদের ময়নাতদন্ত করা হয়েছে। পিকআপভ্যান জব্দ করা সম্ভব হলেও চালকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে।
বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মঙ্গলপুর বাজারে পাশ্ববর্তী মাহাতাবপুর গ্রামের মৃত হরেক চন্দ্র দেকশর্ম্মার পুত্র পথচারী নেন্দেলু চন্দ্র দেবশর্ম্মা (৭০) রাস্তা দিয়ে যাবার সময় পিছনদিক থেকে এসে একটি ইজিবাইক ধাক্কা দিলে নেন্দুলর মৃত্যু হয়। এলাকার উত্তেজিত জনতা সাথে সাথে চালকসহ ইজিবাইকটিকে আটক করে। বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি ইউ.ডি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা জানান, কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বাহাদুর আলম চৌধুরী (২২) যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার (১৫জানুয়ারি) দিবাগত রাত ৯টা ৪৪ মিনিটের সময় বালুখালী কাস্টমস এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাহাদুর আলম চৌধুরী মোটর সাইকেল চালিয়ে কুতুপালং থেকে বালুখালী বাড়ি ফেরার পথে টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী নাফ স্পেশাল সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তাকে মুখোমুখি ধাক্কা দিয়ে দ্রæত বেগে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী বাহাদুর আলম মারা যায়।
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, ছাতকে কৈতক এলাকায় সড়ক দুর্ঘটনায় নোমান মিয়া (২০) মৃত্যু হয়েছে। এসময় হাজি আনিছ আলী (৫০) নামের একব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, গতকাল মঙ্গলবার (১৬জানুয়ারি) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক এলাকায় একটি যাত্রিবাহি সিএনজি-অটোরিকশা লিংক রোড থেকে প্রধান সড়কে উঠার সময় সুনামগঞ্জ থেকে ঢাকাগামি মামুন পরিবহন ধাক্কা দিলে সিএনজি চালক নোমান ও হাজি আনিছ আলী গুরুতর আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।