Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলছে রোহিঙ্গা নিবন্ধন আশ্রিত রোহিঙ্গা সংখ্যা ১০ লাখ

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কক্সবাজার ব্যুরো : মিয়ানমারের অরাকান রাজ্য থেকে সেনা নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ১০ লাখে পৌঁছেছে। গতকাল পর্যন্ত ১০ লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানাগেছে। রোহিঙ্গারা উখিয়া-টেকনাফের ১২টি অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। আশ্রিত এসব রোহিঙ্গাদের বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ৬টি বুথের মাধ্যমে বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের উপ-পরিচালক আবু নোমান মুহাম্মদ জাকের হোসেন বলেন, এ পর্যন্ত ৯ লাখ ৯৯হাজার ৪৬২ জন রোহিঙ্গার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সব রোহিঙ্গা নিবন্ধনের আওতায় না আসা পর্যন্ত কাজ চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ