Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের রামকৃষ্টপুর এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে এক গৃহবধুর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু রাশিদা বেগম ওই এলাকার লেদমিস্ত্রি মিজানুর রহমানের স্ত্রী। নিহতের স্বজনদের দাবী, রাশিদাকে হত্যার পর তার গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১০বছর আগে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মিজানুর রহমানের সঙ্গে সদর উপজেলার আমনুরা কেন্দুল গ্রামের রইসুদ্দিনের মেয়ে মোসাঃ রাশিদার বিয়ে হয়। কিন্তু তাদের কোন সন্তান না হওয়ায় মিজানুর রহমান দ্বিতীয় বিয়ে করতে চাইলে স্বামী-স্ত্রীর মধ্যে দ্ব›দ্ব চলে আসছিলো। সোমবার দিবাগত রাত ৯টার দিকে রশিদা গ্যাসের চুলায় অগ্নিদগ্ধ হয়েছে বলে মিজানুর রহমান তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাশিদা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ