Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিনিকল এলাকায় আখের মূল্য পুনঃনির্ধারণ

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নিয়ন্ত্রণাধীন চিনিকল এলাকায় আখের মূল্য পুনঃনির্ধারণ বিষয়ে গঠিত স্থায়ী কমিটির ০৭-০১-২০১৮ তারিখের সভার সরকারি সিদ্ধান্ত মোতাবেক নিম্নোক্তভাবে আখের মূল্য পুনঃনির্ধারণ করা হলো ঃ
১) দেশের স্বার্থে ও জনস্বার্থে ২০১৮-১৯ মাড়াই মৌসুম থেকে আখের বর্তমান মূল্য মিলগেটে প্রতি কুইন্টল ৩১২.৫০ (তিনশত বার দশমিক পাঁচ শূন্য) টাকা থেকে বৃদ্ধি করে ৩৫০.০০ (তিনশত পঞ্চাশ) টাকা এবং বহিঃ কেন্দ্রে প্রতি কুইন্টাল ৩০৫.৯০ (তিনশত পাঁচ দশমিক নয় শূন্য) টাকা থেকে বৃদ্ধি করে ৩৪৩.৪০ (তিনশত তেতাল্লিশ দশমিক চার শূন্য) টাকা করা হলো। ২) মাড়াই মৌসুমের মাঝামাঝি থেকে শেষ ভাগে অর্থাৎ ১৫ জানুয়ারি থেকে ১৫ দিন অন্তর অন্তর ৫ বার আখের মূল্য বৃদ্ধির হার কুইন্টাল প্রতি ৩.০০ (তিন) টাকা ধার্য করা হলো। ৩) পূর্বের ন্যায় ৮% এর অধিক চিনি আহরণের জন্য আখের প্রিমিয়াম মূল্য প্রদান অব্যাহত থাকবে। ৪) মিল মাড়াইয়ের জন্য সরবরাহযোগ্য আখের মূল্যের চেয়ে এফএস (ফাউন্ডেশন সীড) ও আরএস (রেজিস্টার্ড সীড) শ্রেণির পরিচ্ছন্ন বীজ আখের মূল্য প্রতি কুইন্টাল ৮.০৪ টাকা এবং সিএস (সার্টিফাইড সীড) শ্রেণির বীজ আখের মূল্য প্রতি কুইন্টাল ৪.০২ টাকা পূর্বের ন্যায় বহাল থাকবে। উপরোক্ত মূল্য বৃদ্ধির ফলে আখ চাষীদের দীর্ঘদিনের একটি দাবী দূরণ হলো। করপোরেশন আশা করছে যে, এর ফলে আখচাষি আখচাষে অধিকতর উৎসাহিত হবেন এবং চিনিকল এলাকায় আবাদ বৃদ্ধিসহ আখ সরবরাহ বৃদ্ধি পাবে।-বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ