Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিটোল প্রেমের সিনেমা আমার প্রেম আমার প্রিয়া

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আশিক বন্ধু: নিটোল প্রেমের সিনেমা ‘আমার প্রেম আমার প্রিয়া’। শামীমুল ইসলাম শামীম পরিচালিত সিনেমাটিতে নায়ক আরজু ও পরীমনি জুটি হয়েছেন। সিনেমাটির কাজ বছর দেড়েক ধরে চলার পর সম্প্রতি শেষ হয়েছে। মার্চে মুক্তি দেয়া হবে। শামীমুল ইসলাম শামীম বলেন, ‘সিনেমাটি আমার প্রথম সন্তান। প্রত্যেকটি সংলাপও স্পটে বসে লিখেছি। তাই মায়াটা অনেক বেশি। আর দর্শকরা সিনেমাটি দেখতে দেখতে আবেগে আপ্লুত হবেন। ভরপুর প্রেম আছে, যা সবার চোখকেই পর্দায় আটকিয়ে রাখবে। ‘আমার সব ভালবাসা এবং সাধনার ফসল আমার প্রেম আমার প্রিয়া সিনেমাটি। গল্পের জন্য যা যা প্রযোজন, তার সব আয়োজনে করেছি। আমি আশাবাদী, সিনেমাটি দেখলে কেউ নিরাশ হবেন না। আরজু বলেন, ‘সিনেমাটি করতে গিয়ে পরিশ্রম এবং ভালবাসার সবটুকু উজাড় করে দিয়েছি। তাই অনুভুতিটা মধুর। আমাদের উৎসাহ দিতে সবাই সিনেমা হলে আসবেন বলে আশা করছি। সবসময় দর্শকসহ মিডিয়ার সবার দোয়া ও ভালবাসা প্রয়োজন। আমার বিশ্বাস, সিনেমাটি সব ধরনের দর্শকের মন ছুঁয়ে যাবে। সবাই মিলে দেখার মতো সিনেমা। পরীমনি বলেন, ‘সুপার রোমান্টিক সিনেমা আমার প্রেম আমার প্রিয়া। দারুণ বিনোদন ও ভাল গল্পের সিনেমা। সবাইকে নিয়ে দেখবেন, এটাই আশা রাখছি। এতে গান আছে ৬ টি। সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকাসহ অনেকে।



 

Show all comments
  • Taslim Kha ১৭ জানুয়ারি, ২০১৮, ১০:৪২ পিএম says : 0
    Best luck u.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ