রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুজন যুবক পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত যাত্রার গতকাল ১৭দিন অতিবাহিত হয়েছে। এ পর্যন্ত তারা পায়ে হেঁটেছেন ৬শ কিলোমিটার পথ। গতকাল তারা কুমিল্লা ক্যাটেন্টনমেন্ট থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত পাড়ি দেয়ার কথা। আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মুছা মিয়ার ছেলে আবুল কালাম এবং মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের কমিজউদ্দীনের ছেলে কাউসারÑএরা দুজনই লেখাপড়া করছে। এর মধ্যে আবুল কালাম বিসিএস পরীক্ষা দিয়েছে। কাউছার বি এন অনার্সে পড়েন।
কাউছার জানান, তারা দু’বন্ধু এক সঙ্গে পায়ে হেঁটে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত পাড়ি দেয়ার সংকল্প নিয়ে গত ১ জানুয়ারি তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে রওয়ানা দেন। গত ১৭ দিনে তারা পাড়ি দিয়েছেন ৬শ কিলোমিটার পথ। বর্তমানে তারা কুমিল্লায় রয়েছেন। তারা কোন প্রকার সরকারি বা প্রতিষ্ঠানগত সাহায্য ছাড়াই নিজ নিজ উদ্যোগে এবং নিজ নিজ খরচে এ পদযাত্র চালিয়ে যাচ্ছেন। তারা জানান, তাদের এ অভিযাত্রার উদ্দেশ্য হলো পায়ে হাঁটার প্রতি মানুষের উৎসাহ বাড়ানো এবং মানুষকে ভ্রমণ পিয়াসী করে তোলা। সেই সঙ্গে তাদেরও দেশের বিভিন্ন এলাকা ভ্রমণ করা হলো। তারা জানান, এ পর্যন্ত পায়ে হেঁটে আসতে তাদের সামান্য পা ব্যাথা ছাড়া তেমন কোন সমস্যা হয়নি। স্বাস্থ্য ভাল থাকলে এবং কোন প্রকার বিড়ম্বনায় না পড়লে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে তারা লক্ষ্যে পৌঁছাতে পারবেন বলে তারা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।