রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁপাইনবাবগঞ্জে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে কিশোর চালকদের বিরুদ্ধে সোমবার দিনভর পুলিশের বিশেষ অভিযান অপ্রাপ্তবয়স্ক ৫৮ জন চালককে আটক করেছে। এরমধ্যে সদরে ৩১ জন ও শিবগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৭ কিশোর অটোচালককে আটক করেছে। এ সময় ২২টি তিন চাকার বিভিন্ন প্রকার যানবাহন জব্দ করা হয়েছে। অভিযোগ রয়েছে- এখনো বড় যানবাহন তথা বাস বা ট্রাক নিয়ে সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকেরা। গত বছরে সড়ক-মহাড়কে দুর্ঘটনায় হতাহতদের পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি দুর্ঘটনার কারণও বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়, সড়ক-মহাসড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে অপ্রাপ্তবয়স্ক চালকদের দ্বারা যানবাহন চালানো। জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর খলিলুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়কে চলাচলকারী ট্রাক, সিএনজি, মাহিন্দ্রা, পিকআপ, অটোরিকশা, নসিমন, করিমন, ভটভটিসহ তিন চাকার সকল প্রকার যানবাহনে চালকের আসনে বসছে অপ্রাপ্ত বয়স্ক, অশিক্ষিত ও অপরিপক্ক আর লাইসেন্সবিহীন এসব চালকের কারণে সড়কগুলোতে দুর্ঘটনা দিনদিন বেড়েই চলেছে। আর এই দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপ্রাপ্তবয়স্ক চালক ও যানবাহনসহ মোট ৫৮ চালককে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপ্রাপ্ত বয়সের চালকদের বিরুদ্ধে এ বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।