Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

কুমিল্লায় ম্যাজিস্ট্রেটের নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

কুমিল্লা থেকে সাদিক মামুন | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

গুরুতর জখ­িম মামলার চার্জশিটভুক্ত আসামি জামিন পাবে না এবং জেলহাজতে যাবে এমন প্রতিশ্রæতি দিয়ে সংশ্লিষ্ট আদালতের বিচারকের নাম ভাঙিয়ে ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে কুমিল্লার বুড়িচং কোর্টের জিআরও অফিসের চুক্তিভিত্তিক রাইটার কুমিল্লা সদর দক্ষিণের বাসিন্দা লিয়াকত আলী। সোমবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের ঈদগাহ বাড়ির বাসিন্দা কুলসুম বেগম প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। টাকা আত্মসাতকারী লিয়াকতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য একই দিন কোর্ট পুলিশ পরিদর্শক বরাবর ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেছেন। একই সাথে অভিযোগের অনুলিপি কুমিল্লা পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও দিয়েছেন।
অভিযোগের বিষয়ে কুলসুম বেগম জানান, তার স্বামী খোকন মিয়াকে গুরুতর আহত করার ঘটনায় সাতজনের বিরুদ্ধে গত বছরের ২১ ফেব্রæয়ারি তারিখে বুড়িচং থানায় মামলা হয়। ওই মামলার প্রধান আসামী শফিকুর রহমান দীর্ঘদিন পলাতক থাকার পর জামিনের চেষ্টা চালায়। পরিচয় ও মামলার সূত্র ধরে লিয়াকত মামলার বাদী কুলসুম বেগমকে জানায় শফিকুর রহমান জামিন নিতে আসলে জেলহাজতে যাবে। আর এ ব্যাপারে সে সব ব্যবস্থা করে দেবে। কুলসুম বেগম এ ব্যাপারে কি করতে হবে জানতে চাইলে লিয়াকত জানায় ২ নং আমলী আদালতের ম্যাজিস্ট্রেটের (নুরুল আফসার) জন্য কমপক্ষে এক লাখ টাকা খরচ পড়বে। তখন কুলসুম বেগম ৭০ হাজার টাকার বেশি দিতে পারবে না বললে লিয়াকত তাতে রাজি হয়। পরে গত বছরের ১০ ডিসেম্বর কুমিল্লা জজকোর্টের পশ্চিম পাশে ভারেল্লা উত্তর ইউপি চেয়ারম্যান আবদুর রবের বাসার সামনে কুলসুম বেগম তার স্বামী খোকন মিয়া ও দেবর জসিম মিয়ার উপস্থিতিতে লিয়াকতের হাতে নগদ ৭০ হাজার টাকা তুলে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ