Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষা বাতিলে গভর্নরকে স্মারকলিপি, আজ সিদ্ধান্ত

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রমালিকানাধীন আট ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীরা। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার বৈঠকে বসবে বাংলাদেশ ব্যাংক।
আগের দিনের মতো পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে পরীক্ষা বাতিলের দাবিতে পরীক্ষার্থীরা শাহবাগে মানববন্ধন করার জন্য জমায়েত হন। এ আন্দোলনের আহŸায়ক শাফিন আহমেদ বলেন, ‘শাহবাগে পুলিশ আমাদের থাকতে দেয়নি। এরপরে বাংলাদেশ ব্যাংকের সামনে যাওয়ার পথে দৈনিক বাংলা মোড়ে লাঠিচার্জ করে।’ তিনি জানান, তাঁদের মধ্য থেকে কয়েকজন গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। তাঁদের পাঠানো স্মারকলিপিতে পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া, ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যসচিবের পদত্যাগ, প্রতিটি কেন্দ্রে আসনবিন্যাস নিশ্চিত করা, বিতর্কিত কেন্দ্র বাদ দেওয়া, বিকল্প কোনো প্রতিষ্ঠানকে প্রশ্ন প্রণয়নের দায়িত্ব দেওয়াসহ ৯ দফা দাবি রয়েছে। ১২ জানুয়ারির পরীক্ষা বাতিলসহ নয় দফা দাবিতে পরীক্ষার্থীরা আন্দোলন করছেন। এসব দাবি মানা না হলে তারা আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শাফিন আহমেদ বিভিন্ন পাবলিক পরীক্ষার বিতর্কিত অবস্থা নিয়ে বলেন, ‘পাবলিক পরীক্ষা নিয়ে এসব কী হচ্ছে? একটি রাষ্ট্র কি এভাবে চলতে পারে?’ আগামীকালও তাঁরা শাহবাগে মানববন্ধন করবেন। এ ছাড়া এই নিয়োগ পরীক্ষার সার্বিক দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মোহাম্মদ মহিউদ্দীনের কাছে স্মারকলিপি দেবেন।
এদিকে বাংলাদেশ ব্যাংক উদ্ভূত পরিস্থিতিতে নিয়ে আজ মঙ্গলবার জরুরি সভা ডেকেছে। বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকে এ সভা হবে। এতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের দায়িত্বে থাকা ব্যাংকার্স সিলেকশন কমিটি এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
গত শুক্রবার আট ব্যাংকের নিয়োগ পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র থেকে নানা অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যায়। সারা দেশে ৬১টি কেন্দ্রে এ পরীক্ষা হয়েছে। রাষ্ট্র মালিকানাধীন আট ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর এই নিয়োগ পরীক্ষায় সিনিয়র কর্মকর্তার (সাধারণ) ১ হাজার ৬৬৩টি শূন্য পদে ২ লাখ ১৩ হাজার ৫২৫ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ