Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইইবি’র নতুন কমিটির শ্রদ্ধা

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর ২০১৭-১৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট আব্দুস সবুরের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর বলেন, আমরা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করে যাবো। আমাদের এই বিজয় হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার বিজয়। আব্দুস সবুর বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে আইইবি তার লক্ষ অর্জনে কাজ করে যাবে। কোনো ষড়যন্ত্রই আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। এসময় উপস্থিত ছিলেন আইইবির নবনির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার মনজোর মোরশেদ, সহসভাপতি মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের মহাসচিব নূরুজ্জামান, আইইবির ঢাকা কেন্দ্রের শাহদাত হোসেন শিবলু, পিডাবিøউর প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।
##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ