Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবিতে যশোরের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


জাবি সংবাদদাতা : যশোর রোডের শতবর্ষী দুই সহস্রাধিক গাছ কেটে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ‘জাবি বিজ্ঞান আন্দোলন মঞ্চে’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিশাত তাসনিমের সঞ্চালনায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক মুহাম্মদ দিদার বলেন, ‘শতবর্ষী এই গাছগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ করে আছে। তাই এসব গাছ না কেটে বিকল্প উপায় বের করার জোড় দাবি জানাচ্ছি।’ এ সময় সংহতি জানিয়ে ছাত্র ফ্রন্ট জাবি শাখারা সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, ‘যশোর রোডের পাশে অনেক সরকারি জমি রয়েছে। এসব জমি রক্ষার জন্যই লেন না বাড়িয়ে গাছ কেটে রাস্তা চওড়া উদ্যোগ নেওয়া হয়েছে। এভাবে জনসাধারণের মতামতকে উপেক্ষা করে গাছ কাটার অযৌক্তিক সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ