Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী প্রেসক্লাবে চড়াও

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল দুপুরে রাজশাহী প্রেসক্লাবে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। জানা যায়, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের অফিস স্টাফ মোহাম্মদ হানিফের উপর এ হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে কিল-ঘুষি মারে। আশাপাশের লোকজন এসে দুবৃত্তদের নিবৃত করে। খবর পেয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ ফোর্স নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দ নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। রাজশাহী প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম সারওয়ার এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান এক যুক্ত বিবৃতিতে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বলেন, কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে একজন কম্বলপ্রার্থী প্রেসক্লাবের অফিস স্টাফ হানিফ এর উপর চড়াও হয়ে চড়-থাপ্পর মারে। বিষয়টি বুঝতে পেরে প্রেসক্লাবের আশেপাশের স্থানীয় লোক ও চায়ের দোকানে আড্ডারত লোকজন এগিয়ে এসে তাকে নিব্রত করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ