Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসকিনকে খাদ্য খাওয়ালে ও এতিমের মাথায় হাত বুলালে হৃদয় নরম হয়

সিলেটে ঈসালে সাওয়াব মাহফিলে পীর সাহেব আল্লামা ইমাদ উদ্দিন ফুলতলী

ফয়সাল আমীন/বদরুল হক খসরু, জকিগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

লাখো ভক্ত-আশেকান মুরিদান মুহিব্বীনসহ ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে গতকাল (সোমবার) অনুষ্ঠিত হলো হযরত আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর ১০তম ইন্তেকাল বার্ষিকী। এ উপলক্ষে মোবারক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিলেটের জকিগঞ্জে ফুলতলী সাহেববাড়িতে। খতমে কুরআন, খতমে বুখারী, খতমে খাজেগান, খতমে দালাইলুল খাইরাতের পাশাপাশি স্মৃতিচারণমূলক ও মরহুমের জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন দেশ-বিদেশের অতিথিবৃন্দ। ধারাবাহিক এ হৃদয়গ্রাহী বক্তব্যে শ্রোতারা আবেগাপ্লুত হন।
সকাল সাড়ে ১০টায় এতিমখানার হাজারো এতিমকে নিয়ে হযরত আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। প্রতি বছরের মতো সকাল থেকেই দেশ-বিদেশের মুরিদীন-মুহিব্বীন জড়ো হতে থাকেন। ধীরে ধীরে ফুলতলী সাহেববাড়ি, রাস্তা-ঘাট, মাজারসহ আশপাশের এলাকাও লোকে লোকারণ্য হয়ে পড়ে। বিশাল এ মাহফিলে মুরিদীন-মুহিব্বীনের উদ্দেশে তা’লীম-তরবিয়ত ও হৃদয়গ্রাহী বয়ান পেশ করেন আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর সুযোগ্য উত্তরসুরি উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী।
সভাপতির বক্তব্যে তিনি নামাজ কায়েম, উত্তম চরিত্র শিক্ষাদান ও দ্বীনের সঠিক পথ-পদ্ধতি অনুসরণের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ অঙ্গনে উত্তম চরিত্র শিক্ষা দেবেন। নিজে নামাজ আদায়ের পাশাপাশি অন্যদের নামাজের প্রতি যত্মবান করতে সচেষ্ট হবেন। তাহলেই ইকামতে সালাতের হক আদায় হবে। তিনি বলেন, বর্তমানে অনেক কুসংস্কার পরিলক্ষিত হয়। এসব থেকে বেঁচে থাকবেন। জিন বশ করার চেষ্টা করবেন না। যিকর মহাফিলে, কিরাত ও হাদিসের দরসে জিন শরিক হতে পারে কিন্তু তাদের বশ করবেন না। এসব আমাদের সিলসিলায় নেই। আমাদের কোনো বুজুর্গ কোনো বজুুর্গের মাজার সেজদা করেননি। এসব থেকে বিরত থাকবেন। কোনো বিষয়ে বাড়াবাড়ি করবেন না। সিলসিলার বুজুর্গানে কিরাম হক পন্থায় তাবিজ দেবেন। যারা তাবিজ দেন সতর্ক থাকবেন। কোনো কুফরিমূলক তাবিজ দেবেন না। এতে হয়তো রোজগার করতে পারবেন কিন্তু সিলসিলার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তিনি বারবার মজলুম রোহিঙ্গাদের করুণ অবস্থা স্মরণ করে বলেন, তাদের অবস্থা আমাদের হৃদয় বিদীর্ণ করে। মিয়ানমারের কত নির্যাতিত মুসলমান চোখের সামনে আপনজনকে হারিয়েছে। তারা ঘর-বাড়ি ছেড়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। এসব বিপন্ন মানুষের সেবায় এগিয়ে আসুন। তিনি তাওবা-বয়াত পরবর্তী ছাহেব (রহ.)-এর নসিহত স্মরণ করিয়ে দিয়ে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ শান্তিমনে আদায় করবেন। দৈনিক কমপক্ষে দুইশত বার দরুদ শরিফ এবং একশত বার ইস্তেগফার শরিফ পড়বেন। বড়দের সম্মান করবেন এবং ছোটদের দয়া করবেন। অন্যের ভালো দেখলে মন খুশি রাখবেন। হিংসা-বিদ্বেষের পরিবেশ থেকে দূরে থাকবেন। এতিম-অনাথ, অসহায়, পঙ্গু, নির্যাতিত মানুষের খিদমত করবেন। তিনি হাদিসে নববীরে উদ্ধৃতি দিয়ে বলেন, দুটি বিষয় মানুষের হৃদয়কে নরম করে। এ দুটি হলো মিসকিনকে খাদ্য খাওয়ানে ও এতিমের মাথায় হাত বুলানো। বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরীর যৌথ পরিচালনায় মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাসূলে পাক (সা:)-এর অন্যতম বংশধর, মিসরের আল আযহার ইউনিভার্সিটির দাওয়া ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. সায়্যিদ জামাল ফারুক জিবরীল মাহমুদ আল হাসানী, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান, ভারতের উজানডিহির পীর ছাহেব হযরত মাওলানা সায়্যিদ মোস্তাক আহমদ আল মাদানী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজল, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমীন খান, মুফতি মাওলানা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, মুফতি মাওলানা আবু নছর জিহাদী, মহাখালী কামিল মাদরাসার মুহাদ্দিছ মাওলানা মাহবুবুর রহমান, মিশিগান আল ইসলাহ ইসলামিক সেন্টার, আমেরিকার প্রিন্সিপাল মাওলানা আবু নছর মুহাম্মদ কুতুবুজ্জামান তাপাদার, দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী, সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, সোনাকান্দার পীর ছাহেবজাদা মাওলানা হোসাইন আহমদ, আনজুমানে আল ইসলাহ ইউকে ও দারুল হাদিস লাতিফিয়া নর্থওয়েস্টের অ্যাডভাইজার আলহাজ গোলাম মোস্তফা চৌধুরী, কানাডা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান প্রমুখ।



 

Show all comments
  • Sardar Bahaudden ১৬ জানুয়ারি, ২০১৮, ১০:৩১ এএম says : 0
    Khub sundor kotha
    Total Reply(0) Reply
  • মুহাম্মদ জিল্লুর রহমান ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:৩৪ এএম says : 0
    গোটা দুনিয়ার মাঝে আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী'র মত এতিম অনাথের এমন দরদী নাই। আল্লাহ আমার মুর্শিদের হায়াতে বরকত দান করুন। আমীন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুলতলী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ