Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুত্রের বিরুদ্ধে মামলা করলেন মা

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামে পুত্রের বিরুদ্ধে থানায় মামলা করেছেন মা ছলেখা বেওয়া (৬৫)। জানা গেছে, ওই গ্রামের প্রতিবেশি মমতাজ আলীর সাথে খোকার মিয়ার পুত্র শরিয়াজ্জামানের (৪০) জমি-জমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এ অবস্থা চলতে থাকায় গত শনিবার মমতাজ আলী বিরোধ পুর্ণ জমির দখল নিতে গেলে শরিয়াজ্জামান বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে শরিয়াজ্জামান তার নিজের মা ছলেখাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তার হাতের কবজি বিচ্ছিন্নসহ মাথা কেটে যায়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী ছলেখাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ছেলে শরিয়াজ্জামানকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে গত রোববার মা বাদী হয়ে ছেলেসহ ৪ জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে তৎপরতা চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ