বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর নিউ মার্কেটে ভেতর সকল ধরনের গাড়ি পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনটি দায়েরে করেন মানবাধিকার একটি সংগঠন এর সভাপতি আইনজীবী ইমতিয়াজ আহমেদ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। আদেশের পরে ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন বলেন, আদালত নিউ মার্কেটের ভেতরে সব ধরনের পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। একইসঙ্গে আদালত দুটি রুল জারি করেছেন। রুলে নিউ মার্কেটের ভেতর পার্কিং বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং নিউ মার্কেটের ভেতর অবৈধ পার্কিং রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়েছেন। দুই সপ্তাহের মধ্যে এলজিআরডি সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহীসহ সংশ্লিষ্ট ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।