বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশন থেকে অভিযোগপত্র আদালতে দাখিলের জন্য অনুমোদন দেয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসামি ফরিদ আহমেদের বিরুদ্ধে ২০১৬ সলের ৭ ডিসেম্বর রমনা থানায় মামলা দায়ের করে দুদক। মামলা দায়েরের দিনই আসামিকে রাজধানীর মিরপুরের পীরেরবাগ থেকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মামলাটি তদন্ত করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ঢাকা ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী ফরিদ আহমেদ দুদকে দাখিল করা তার সম্পদ বিবরণীতে ৭৫ লাখ ১৮ হাজার ৩২৯ টাকার সম্পদের তথ্য গোপনসহ এক কোটি দুই লাখ ৫২ হাজার ৫৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।