Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবুজ হারিয়ে যাচ্ছে বরিশাল নগরী থেকে

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : অপরিকল্পিত নগরায়ন আর জনসংখ্যার চাপে বরিশাল মহানগরী থেকে সবুজ ক্রমশ হারিয়ে যেতে বসেছে। এক সময়ে বনায়নে এ নগরী জাতীয় পুরস্কার লাভ করলেও এখন তা অতীত। নগরায়নের ধাক্কায় নগরীর বিভিন্ন সরকারী রাস্তার গাছ কেটে ফেলা হচ্ছে। অপরিকল্পিতভাবে নগরীর সিএন্ডবি রোডের কাশীপুর বাজার থেকে আমতলা মোড় পর্যন্ত সড়ক অধিদপ্তরের প্রায় ৬ কিলোমিটার রাস্তা কথিত ৪ লেনে উন্নীত করনের নামে দেড় শতাধিক গাছ কেটে ফেলেছে সিটি করপোরেশন। এসব গাছ কাটার পরে তা কি হয়েছে, কোথায় গেছে, কে নিয়েছে সে খবরও কারো কাছে নেই। অথচ বরিশাল সড়ক বিভাগ বরিশাল-ফরিদপুর ও বরিশাল-পটুয়াখালী মহাসড়কের প্রায় ৬০ কিলোমিটার অংশ প্রসস্তকরনের কাজ শেষ করে আনলেও একটি গাছও কাটেনি।
বরিশাল মহানগরীর বাঁধ রোড, হাসপাতাল রোড ও ফজলুল হক এভিনিউসহ আরো অনেক সড়কের গাছ কাটা পড়েছে গত কয়েক বছরে। নগরীর জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের বাসভবন সংলগ্ন ভিআইপি রোডের শতাধিক বছরের পুরনো বেশ কিছু রেইন-ট্রীও গত এক দশকে কেটে ফেলা হয়েছে নানা অজুহাতে। কয়েক মাস আগে শতাধিক বছরের পুরনো রেইন-ট্রি কেটে ফেলার পরে ফেলে রাখা হয়েছে। এর পাশেই সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনের উন্নয়ন মেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ